রুজদার মনের মেঘ সরে গেল বাস যাত্রীদের কোলাহলে। নীড় না হোক, বাসও তো রুজদার এক অর্থে বাসা। নয় নয় করে দিনের প্রায় তিন ঘন্টা তো বাসেই কাটে। বাস বলেই তো একটা বসার স্থান পাবার আশা থাকে। পেলে তো বিরাট ব্যাপার। জানালার ধারে হলে তো কথাই নেই।
by সামসুন নিহার | 01 January, 1970 | 891 | Tags : sahomonergalpo sunday funday